সোনার তরী - রবীন্দ্রনাথ ঠাকুর | Sonar Tori By Rabindranath Tagor

Sudeep
By -
0

সোনার তরী - রবীন্দ্রনাথ ঠাকুর | Sonar tori - Bangla Kobita By Rabindranath Tagor

সোনার তরী - রবীন্দ্রনাথ ঠাকুর | Sonar tori - Bangla Kobita By Rabindranath Tagor,sonar tori bangla kobita by rabindrantha tagor, sonar tori bengali kobita rabondranath thakur, Sonar tori kobita question answer pdf download, সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর, সোনার তরী কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 2025, বিদ্রোহী কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর, রূপক কবিতা হিসেবে ‘সোনার তরী’ কতটা সার্থক? ব্যাখ্যা কর, সোনার তরী কবিতার প্রশ্ন উত্তর ২০২৫ ,2025, সোনার তরী কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন, সোনার তরী কবিতার mcq প্রথম আলো, সোনার তরী কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা, Sonar tori poem lyrics, সোনার তরী কবিতার বিশ্লেষণ pdf, সোনার তরী কবিতা আবৃত্তি, সোনার তরী কাব্যগ্রন্থের কবিতা pdf, সোনার তরী কবিতার নোট, সোনার তরী কবিতা লিরিক্স, সোনার তরী কবিতার মূলভাব,


গগনে গরজে মেঘ, ঘন বরষা।
কূলে একা বসে আছি, নাহি ভরসা।
রাশি রাশি ভারা ভারা
ধান কাটা হল সারা,
ভরা নদী ক্ষুরধারা
খরপরশা।
কাটিতে কাটিতে ধান এল বরষা।
একখানি ছোটো খেত, আমি একেলা,
চারি দিকে বাঁকা জল করিছে খেলা।
পরপারে দেখি আঁকা
তরুছায়ামসীমাখা
গ্রামখানি মেঘে ঢাকা
প্রভাতবেলা –
এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে –
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ওগো, তুমি কোথা যাও কোন্‌ বিদেশে,
বারেক ভিড়াও তরী কূলেতে এসে।

যেয়ো যেথা যেতে চাও,
যারে খুশি তারে দাও,
শুধু তুমি নিয়ে যাও
ক্ষণিক হেসে
আমার সোনার ধান কূলেতে এসে।
যত চাও তত লও তরণী-‘পরে।
আর আছে? – আর নাই, দিয়েছি ভরে।
এতকাল নদীকূলে
যাহা লয়ে ছিনু ভুলে
সকলি দিলাম তুলে
থরে বিথরে –
এখন আমারে লহ করুণা করে।
ঠাঁই নাই, ঠাঁই নাই – ছোটো সে তরী
আমারি সোনার ধানে গিয়েছে ভরি।
শ্রাবণগগন ঘিরে
ঘন মেঘ ঘুরে ফিরে,
শূন্য নদীর তীরে
রহিনু পড়ি –
যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)