চড়িভাতি - রবীন্দ্রনাথ ঠাকুর | Chodibhati - Rabindranath Tagor | Chotoder bangla kobita - ছোটদের ছড়া-কবিতা

Sudeep
By -
0

চড়িভাতি - রবীন্দ্রনাথ ঠাকুর | Chodibhati - Rabindranath Tagor | Chotoder bangla kobita - ছোটদের ছড়া-কবিতা

Rabindranath tagore kobita, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার নাম, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ কবিতা pdf, রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমের কবিতা সমগ্র, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমগ্র pdf download, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার লাইন,চড়িভাতি - রবীন্দ্রনাথ ঠাকুর | Chodibhati - Rabindranath Tagor | Chotoder bangla kobita - ছোটদের ছড়া-কবিতা


ফল ধরেছে বটের ডালে ডালে;

অফুরন্ত আতিথ্যে তার সকালে বৈকালে

বনভোজনে পাখিরা সব আসছে ঝাঁকে ঝাঁক—

মাঠের ধারে আমার ছিল চড়িভাতির ডাক।

যে যার আপন ভাঁড়ার থেকে যা পেল যেইখানে

মাল-মসলা নানারকম জুটিয়ে সবাই আনে।

জাত-বেজাতের চালে ডালে মিশােল ক’রে শেষে

ডুমুরগাছের তলাটাতে মিলল সবাই এসে।


বারে বারে ঘটি ভ’রে জল তুলে কেউ আনে,

কেউ চলেছে কাঠের খোঁজে আম-বাগানের পানে।

হাঁসের ডিমের সন্ধানে কেউ গেল গাঁয়ের মাঝে,

তিন কন্যা লেগে গেল রান্না-করার কাজে।

গাঁঠ-পাকানাে শিকড়েতে মাথাটা তার থুয়ে

কেউ পড়ে যায় গল্পের বই জামের তলায় শুয়ে।

সকল-কর্ম-ভােলা

দিনটা যেন ছুটির নৌকা বাঁধন-রশি-খােলা

চলে যাচ্ছে আপনি ভেসে সে কোন্ আঘাটায়

যথেচ্ছ ভাঁটায়।

মানুষ যখন পাকা ক’রে প্রাচীর তােলে নাই,

মাঠে বনে শৈলগুহায় যখন তাহার ঠাঁই,

সেইদিনকার আল্‌গা-বিধির-বাইরে-ঘােরা প্রাণ

মাঝে মাঝে রক্তে আজও লাগায় মন্ত্রগান।

সেইদিনকার যথেচ্ছ-রস আস্বাদনের খোঁজে

মিলেছিলেম অবেলাতে অনিয়মের ভােজে।

কারাে কোনো স্বত্বদাবীর নেই যেখানে চিহ্ন,

যেখানে এই ধরাতলের সহজদাক্ষিণ্য,

হালকা সাদা মেঘের নীচে পুরানো সেই ঘাসে,

একটা দিনের পরিচিত আম-বাগানের পাশে,

মাঠের ধারে, অনভ্যাসের সেবার কাজে খেটে

কেমন ক’রে কয়টা প্রহর কোথায় গেল কেটে।

সমস্ত দিন ডাকল ঘুঘু দুটি,

আশে পাশে এঁটোর লােভে কাক এল সব জুটি,

গাঁয়ের থেকে কুকুর এল, লড়াই গেল বেধে−

একটা তাদের পালালাে তার পরাভবের খেদে।


রৌদ্র পড়ে এল ক্রমে, ছায়া পড়ল বেঁকে,

ক্লান্ত গােরু গাড়ি টেনে চলেছে হাট থেকে।

আবার ধীরে ধীরে

নিয়ম-বাঁধা যে-যার ঘরে চলে গেলেম ফিরে।

একটা দিনের মুছল স্মৃতি, ঘুচল চড়িভাতি,

পােড়াকাঠের ছাই পড়ে রয়— নামে আঁধার রাতি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)