ভালবাসার রঙ – সোমলতা সেন | Bhalobashar Rong - Somlota Sen|Bangla Premer Kobita
তোমার চোখের গভীরতা,
আমার স্বপ্নের দেশ,
সেখানে জ্বলে নীরব আলো,
ভাসে ভালোবাসার বেশ।
তোমার হাসির মিষ্টি ধারা,
বয়ে যায় আমার প্রাণে,
তোমার ছোঁয়া যেন বসন্তের বাতাস,
বুকে জাগায় নতুন গান।
তোমার নাম ধরে ডাকি,
রাতের নীরবতায়,
তোমার ছায়ায় খুঁজে পাই,
জীবনের অফুরন্ত ছন্দ।
তোমার চুলের ঘ্রাণে মাখা,
শুকনো পাতা ঝরা দুপুর,
তোমার হাতের উষ্ণ ছোঁয়া,
ভাসিয়ে নিয়ে যায় দূর।
তোমার চোখে আমি দেখি,
স্বপ্নের সাতরঙা সাজ,
তোমায় ঘিরে এ মন আঁকে,
ভালোবাসার নতুন ক্যানভাস।
তোমার সাথেই কাটুক জীবন,
ভালোবাসায় মোড়া,
তোমার নামেই লেখা থাক,
আমার হৃদয়ের ভরা।


একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ