পিঠে-পুলি - কাশীরাম দাস | Pithe-puli Bangla Kobita by Kashiram Das | Poush sankranti 2025 wishes in bengali
পৌষ সংক্রান্তির শুভক্ষণে,
আনন্দ ধরা পড়ে মনে।
পিঠে-পুলি, পায়েস ভরে,
মিষ্টি হাসি ঘরে ঘরে।
ধানের গন্ধে মাঠ ভাসে,
সোনালী রোদ্দুর হাসে।
উড়ে যায় ঘুড়ি আকাশে,
সুখের বার্তা সবার পাশে।
আলোয় ভরা এ উৎসবে,
প্রেমের রঙ ছড়াক ভবে।
মিলনমেলা, নবান্ন গান,
সুখে কাটুক সকল প্রাণ।
পৌষ সংক্রান্তির এই দিনে,
শুভেচ্ছা রইলো প্রাণ খুলে।
ভরপুর থাকুক হৃদয়-দ্বার,
শান্তি আসুক বারবার!


একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ