একটি মেয়ে – সোমলতা সেন | Ekti Meye - Somlota Sen|Bangla notun Premer Kobita

Sudeep
By -
0

একটি মেয়ে – সোমলতা সেন | Ekti Meye - Somlota Sen|Bangla notun Premer Kobita

একটি মেয়ে – সোমলতা সেন | Ekti Meye - Somlota Sen|Bangla notun  Premer Kobita

তোমার চোখে সন্ধ্যার তারা,
আলো ছড়ায় মধুর ধারা।
খোঁপায় বোনা ফুলের মেলা,
বাতাসে ভাসে সুরের ভেলা।

শাড়ির আঁচলে রং-বেরঙে,
শুভ্র হাসি ঝরে সুরের ঢঙে।
তোমার চাহনি নদীর ঢেউ,
মুগ্ধ করে যারে দেখো, সে জেউ।

তোমার কথায় রবি-ছন্দ,
বুকের ভেতর বাজে আনন্দ।
স্নিগ্ধতায় ভরা মধুর হাসি,
তোমায় দেখে থমকে আসে বাসি।

গঙ্গার ধারে জোছনা রাতে,
তোমার ছোঁয়ায় মুগ্ধ প্রাতে।
তুমি যেন রূপকথার রাণী,
সপ্নে দেখা ভালোবাসার বাণী।

তোমার প্রেমে বয়ে চলে,
সুর আর ছন্দ নদীর জলে।
বাঙালি মেয়ে, তুমিই মধু,
তোমার ছায়ায় প্রাণের শুরু।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)